শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন

মধুখালীতে গরুসহ ৯ চোর আটক

শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃঃ
ফরিদপুরের মধুখালীতে ২১ জানুয়ারী রোববার চোরাই গরুসহ ৯ চোরকে আটক আটক করেছে পুলিশ।
মধুখালী থানার মামলা সুত্রে জানা গেছে উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দী গ্রামের আফসার আলী শেখের পুত্র মোঃ বসির শেখের ৩টি এবং একই রাতে সামসুল মৃধার পুত্র মোঃ আকিদুল মৃধার ২টি গরু চুরি হয় । ১৮ জানুয়ারী বৃহস্পতিবার গভীর রাতে চোরেরা গরু চুরি করে ট্রাকে যশোরে দিকে নিয়ে যাওয়ার সময় ফরিদপুরের গোয়েন্দা শাখার এস আই মোঃ জুয়েল মিয়ার সঙ্গীয় ফোর্সসহ মধুখালী রেলগেট এলাকায় কর্তুব্যরত অবস্থায় সন্দেহজনক হলে ট্রাক থামতে নির্দেশ দেন। নির্দেশ অমান্য করে দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করে। দাওয়া দিয়ে উপজেলার কামারখালীর টোল ঘর এলাকায় ৫টি গরুসহ ৯ চোরকে আটক করেন পুলিশ।
চোরেরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আলম শেখ (৩৫) পিতা-আহম্মদ শেখ, দৈবকিন্দন পুর, দাউদ মোল্যা (৩২) ওহাব মোল্যা- খরসতি, শিমুল মোল্যা(৩২) পিতা- হারুন মোল্যা, মোরালির চর, আলমগীর মাতুব্বর (২৫) পিতা- আলম মাতুব্বর, সূর্য্যদিয়া, নগরকান্দার দেলবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হক শেখের পুত্র মোঃ ইব্রাহিম শেখ (২^৬) সদরের কাফুরা গ্রামের মোঃ ই্উনুস শেখের পুত্র মোঃ মাসুম শেখ মতি ড্রাইভার, শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার বাংলাবাজার গ্রামের মৃত রশিদ খানের পুত্র মোঃ তমির খান (২৮),যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নরসিঙহপুর গ্রামের নুরুন নবীর পুত্র মোঃ কামাল মোল্যা (৩৫),রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার শোলাকুর গ্রামের মোঃ আলী শেখের পুত্র শওকত শেখ (৪২),গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ধানজাইল গ্রামের মোঃ আবু মোল্যার পুত্র মোঃ মোহন মোল্যা(৩৮)। আটককৃত আসামীদের কোর্টের মাধ্যমে ফরিদপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে। মধুখালী থানার মামলা নং ১৮ তরিখ ১৮ জানুয়ারী ২০১৮ খ্রিঃ । ৫টি গরুর বর্তমান বাজার মুল্য প্রায় ২ লক্ষ টাকা ।।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com