সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালীতে ১৮ জানুয়ারী বৃহস্পতিবার বৃহস্পতিবার বিকেলে একটি ইট ভাটায় ভ্রাম্যামান আদালত পরিচালনা করে ইট ভাটার মালিককে ৭৫ টাকা এবং ২ ট্রাক ড্রাইভারকে ২হাজার টাকা জরিমান আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন।
উপজেলার কামারখালী টোলপ্লাজার পার্শ্বে মেসার্স মাইসা ব্রিকস এর মালিক গোলাম কিবরিয়া কিবুকে ইট ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ সালের ৪ এবং ৫এর (২) ধারা মোতাবেক ৭৫ হাজার টাকা এবং ওই ভাটার ২জন ট্রাক ড্রাইভারকে ২হাজার টাকা জরিমান করা হয়। এ সময় মধুখালী থানা পুলিশের এস আই কামরুজ্জামান সংগীয় ফোর্স এবং উপজেলা ফায়ার স্টেশসের এস আই টিটব হোসেন এবং নাজির লুৎফর রহমান উপস্থিত ছিলেন।