শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃঃ ফরিদপুরের জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মধুখালী উপজেলা আওয়ামীলীগের মধুখালী বাজারস্থ অস্থায়ী মির্জা মোজাফ্ফর মার্কেটের দ্বিতীয় তলায় ৩১ জানুয়ারী বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি আগামী সংসদ নির্বাচন বিষয়ে সকলকে একমত হয়ে কাজ করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাসুদুল হক মাসুদ, মাঈনুদ্দিন মানু, সাংগঠনিক সম্পাদক এ, কে, এম সেলিম, প্রচার সম্পাদক মো. মনির হোসেন মনির, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বক ুপ্রমুখ।
এসময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম, দেবপ্রসাদ রায়, মির্জা আহসানুজ্জামান আজাউল এবং মধুখালী উপজেলা আওয়ামীলীগের সম্পাদকমন্ডলীর সদস্য কার্যকরী সকল সদস্য ও পৌর আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক এবং ১১টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকগণসহ স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা আ‘লীগ ও পৌর আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকগণ জেলা নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।