বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তররের অভিযানে কমলো তরমুজের দাম

ফরিদপুর প্রতিনিধি, একুশের কন্ঠ।।
বিভিন্ন বাজারে বেশি দামে তরমুজ বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিক্তিতে ফরিদপুরে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৫ মার্চ) দুপুরে স্থানীয় বাজার ও শহরতলীর কানাইপুর বাজারের তরমুজের আড়তে অভিযান পরিচালনা করা হয়।বাজারে অভিযানের পর প্রকারভেদে তরমুজের দাম ৫০ টাকা থেকে শুরু করে বড় তরমুজের দাম ২০০ টাকা থেকে ২৫০ টাকা কমে যায়।

অভিযানে তরমুজ কেনার রশিদ পরীক্ষা করা হয়। বেশি দামে তরমুজ না বিক্রির জন্য আড়ত মালিকদের সতর্ক করা হয়। অভিযান চলাকালে ক্রয়-বিক্রয়ের রশিদ না থাকায় মেসার্স ফারহান এন্টারপ্রাইজকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, রমজানে যাতে কোনো ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করতে না পারে সেজন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম রাখছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযান চলাকালে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও জেলা পুলিশের একটি টিম সহায়তা করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com