বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ময়মনসিংহ প্রতিনিধিঃঃ
ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় ২৭ জানুয়ারী শনিবার সকালে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ভালুকা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. এম আমানউল্লাহ এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা। এতে আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মফিজুর রহমান ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক রেজা ফারুক প্রমুখ। পরে ৭শত মুক্তিযোদ্ধাকে কম্বল বিতরন করা হয়।