মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ময়মনসিংহ প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় দেনার দায়ে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক স্বর্ণ ব্যবসায়ী। জানা যায়, ১৬ জানুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী বাজারের স্বর্ণ ব্যবসায়ী সূর্বনা জুয়েলার্স এর মালিক মোঃ তারা মিয়া (৩৮) হবিরবাড়ী এলাকার ব্যবসায়ী আব্দুর রউফের বাসার তৃতীয় তলার একটি রুমে গলায় মাফলার পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। পরে তার ছোট ছেলে টেরপেয়ে চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন ভালুকা মডেল থানা পুলিশে খবর দিলে রুমের দরজার সিটকেরি ভেঙ্গে তার লাশ উদ্ধার করে।
নিহতের ছোট ভাই স্বর্ণকার শহীদ জানান বিভিন্ন লোকের কাছ থেকে চড়া সুদে প্রায় ৯/১০ লাখ টাকা এনে সময় মতো পরিশোধ করতে না পারায় মানুষিক অশান্তির কারণে এই আত্মহত্যা ঘটনা ঘটতে পারে।
ভালুকা মডেল থানার এস আই নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে সুরতহাল রির্পোট করা হয়েছে। লাশ উদ্ধারের সময় স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য আব্দুর রাশিদ ঢালী উপস্থিত ছিলেন।