মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ময়মনসিংহ প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাগণকে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা শিক্ষা অফিস। ১৬ জানুয়ারী মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক ইন্দু ভূষণ দেব। এসময় বিষেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল প্রমুখ। উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুন সওদাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুজ্জামান। এবছর উপজেলার অবসরপ্রাপ্ত ৮ জন প্রধান শিক্ষক ও ১৮ জন সহকারী শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।