সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় বসতবাড়িতে আগুন লেগে ১৮টি ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি ও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
২১ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত আটটার দিকে উপজেলার সিডস্টোর উত্তর বাজার এলাকার মহর আলী ও আক্কাছ আলীর ভাড়া বাড়িতে ঘটনাটি ঘটেছে।
এলাকা ঘনবসতি হওয়ায় প্রসস্থ রাস্তা ও আশপাশে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের অনেক বেগ পেতে হয়েছে।
বাড়ীর মালিক আক্কাস আলী ও স্থানীয়রা জানায়, একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তেই পুরো বাড়ীতে আগুন ছড়িয়ে পরলে প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ভালুকা ও পার্শ্ববর্তী উপজেলা শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ভালুকা ও শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রসস্থ রাস্তা ও আশপাশে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছু বেশি সময় লেগেছে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে।