শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় পৃথক অভিযানে ৪টি চোরাই অটোরিকশা উদ্ধার ও চোর চক্রের ৩ সদস্য সহ মোট ৫জনকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, দিনের পর দিন অভিনব কায়দায় চক্রটি অটোরিকশা চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করতো। এ রকম বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ভালুকা মডেল থানার এস আই আরিফের নেতৃত্বে এ এস আই আমির হামজা, এ এস আই তানভীর ও শাহ আলম সঙ্গীয় ফোর্স সহ এক গোপন সংবাদদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আবু তাহেরকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকা থেকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাগলা থানা এলাকা থেকে সোহেল ও নজরুল ইসলাম মিয়াকে গ্রেপ্তার করা হয়।
একই দিনে এস আই চন্দন সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইন সহ উপজেলার মেদিলা এলাকা থেকে ওয়াসিম সরকার ও হিমেল মিয়া নামে দুই মাদক বিক্রিতাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।