সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

ভালুকায় পিঠা উৎসব উদযাপন

ভালুকায় পিঠা উৎসব উদযাপন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: নতুন ধানে নতুন প্রানে চলো মাতি পিঠা উৎসবে এই স্লোগানে ময়মনসিংহের ভালুকায় তারুণ্যের উৎসব ও শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে ওই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকেরা পিঠা উৎসবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

উৎসবে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে স্টলে স্টলে শীতকালীন পিঠা সাজিয়ে রেখেছেন। সুজি পিঠা, চিতই পিঠা, নকশি পিঠা, দুধ চিতই পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা, সেমাই পিঠা, ভাপা পিঠাসহ হরেক রকমের শীতের পিঠা স্থান পেয়েছে শিক্ষার্থীদের স্টলে। পিঠা উৎসব আয়োজনে মানুষ আগ্রহ নিয়ে আসছেন ও উপভোগ করছেন।

পিঠা উৎসবে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ জুয়েল। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে উৎসাহিত করেন। এসময় উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব মোর্শেদ আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com