মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

ভালুকায় পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

ভালুকায় পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশা চালক পল্টন (৫০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় মহিলাসহ সিএনজির চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ চালক তৌকির আহমদকে আটক করা হয়েছে।

শনিবার সকালে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার ধীতপুর বাজারে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও মডেল থানা সুত্রে জানা যায়, ২২ ফেব্রুয়ারি (শনিবার) সকালে ভালুকা গফরগাঁও সড়কে ভালুকাগামী সিএনজি চালিত অটোরিকসা ও গফরগাঁওগামী পিকআপের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার চরজিনারী গ্রামের হাসেন মিয়ার ছেলে পল্টন ঘটনাস্থলেই নিহত হয় এবং সিএনজির চার যাত্রী গুরুতর আহত হন। আহতদের মাঝে দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও দুইজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এ ঘটনায় পিকআপ চালক উপজেলার মেদিলা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে তৌকির আহমদকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ভালুকা মডেল থানার এসআই দুলাল চন্দ্রকুন্ডু জানান, ওই ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com