মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন

ভালুকায় কবিতা উৎসব ও তিনদিন ব্যাপি বইমেলা

ভালুকা কবিতা উৎসব ও তিন দিন ব্যাপি বইমেলা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় কবি-সাহিত্যিকদের মিলনমেলা ও ‘একুশের চেতনা ও জুলাই বিপ্লব’ শীর্ষক আলোচনা সভা ও ভালুকা কবিতা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে আনন্দমুখর পরিবেশে ভালুকা কবিতা উৎসব, তিনদিন ব্যাপি বইমেলার দ্বিতীয় দিনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

৫২র ভাষা শহীদ ও ২৪র জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ভালুকা বইমেলায় কবি-সাংবাদিক সফিউল্লাহ আনসারীর সভাপতিত্বে এ উৎসবে ময়মনসিংহ ও ভালুকাসহ বিভিন্ন অঞ্চল থেকে আলোচক ও অথিতি কবি হিসেবে অংশ নেন সমাজকর্মী আবুল কালাম আল আজাদ, কবি আরাফাত রিলকে, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জাসাস ময়মনসিংহ জেলা সদস্য সচিব, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, প্রভাষক শহিদুল ইসলাম, বইমেলা আহবায়ক ও উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক রিয়াদ পাঠান, সদস্য সচিব রাফিউল্ল্যাহ চৌধুরী, কবি-ছড়াকার সফিউল্লাহ লিটন, কবি-সাংবাদিক গীতিকার আবুল বাশার শেখ, কবি রোমানা শিকদার, কবি-গল্পকার এরশাদ আহমেদ, কবি শহিদুল্লাহ মিয়া, প্রভাষক কবি শাহ আলম বিল্লাল, সদস্য বইমেলা কমিটি মাহিদ আল হাসান মৃদুল, আবৃত্তিকার সাদিকুর রহমান, শিশুশিল্পি মাহিরা, আব্দুল্লাহ আল মাহাদী, সাজিয়া, সাদিয়া, সাংবাদিক রোমান আহমেদ নকীব, আব্দুল্লাহ আনছারী আকরাম, জাতীয় নাগরিক কমিটি প্রতিনিধি সজীব হোসাইন, হাবিব জীহাদী, মহিলা দল নেত্রী দিনা আক্তার (সাবেক ইউপি সদস্য), কবি আদর আলামিন প্রমূখ।

ভালুকা কবিতা উৎসব ও তিন দিন ব্যাপি বইমেলা

কবিতা উৎসবে স্বরচিত কবিতা ও ছড়া পাঠ, আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় তিনজনকে পুরষ্কার দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com