শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের নয়াদিল্লিতে একটি আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ড ওবিস্ফোরণে সাত নারীসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
শনিবার রাতের এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
দিল্লি পুলিশের বরাত দিয়ে জানানো হয়, ভাবনা শিল্প এলাকার একটি তিনতলা ভবনে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। অবৈধভাবে আতশবাজি বানানো আর গুদামজাতের জন্য ভবনটি ব্যবহার হতো। দুর্ঘটনার সময় ভেতরে ৫০ জনের মতো শ্রমিক আটকা পড়েন। ফলে ঘটনাস্থলেই পুড়ে ও দমবন্ধ হয়ে মারা যান ১৭ জন। অগ্নিদগ্ধ অবস্থায় অন্যান্য শ্রমিকদের উদ্ধার করা হয়।
দুর্ঘটনার মূল কারণ জানা না গেলেও, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অসর্তকতায় আতশবাজির বারুদে আগুন লাগায় এই দুর্ঘটনা ঘটে।