রবিবার, ২০ Jul ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: আজ রোববার ভোরে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর উদ্দেশ্যে যাত্রার সময় দুর্ঘটনার শিকার হয় হেলিকপ্টারটি। হেলিকপ্টারটিতে মোট সাতজন আরোহী ছিলেন, যার মধ্যে ছয়জন যাত্রী এবং একজন পাইলট রয়েছেন। দুর্ঘটনায় সাতজনই নিহত হয়েছেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর বরাতে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।

এএনআই জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটের দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। যাত্রীদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু ছিল। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানান, ঘটনাস্থলে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDRF), স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থা দ্রুত পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, ঘটনার খবর পেয়েই আমরা তৎপর হয়েছি। উদ্ধার কাজ জোরদার করা হয়েছে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা দেওয়া হবে।”অ্যাডভেঞ্চার ট্যুর

এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এএনআই জানিয়েছে, হেলিকপ্টারটি রাজ্যের গৌরীকুণ্ড এলাকায় নিখোঁজ হয়েছিল।

হেলিকপ্টারটি কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীতে যাওয়ার সময় একটি জঙ্গলে বিধ্বস্ত হয় এবং সাতজন নিহত হন। মাত্র ১০ মিনিটের যাত্রার সময়, হেলিকপ্টারটি গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি বিধ্বস্ত হয়।

উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাটি সকাল ৫টা ২০ মিনিটে ঘটে। হেলিকপ্টারটিতে সাতজন ছিলেন – ছয়জন তীর্থযাত্রী এবং একজন পাইলট। তীর্থযাত্রীরা এসেছিলেন উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট থেকে।

প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটি ও খারাপ আবহাওয়াকেই দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্থানীয়রা তাদের গবাদি পশুর জন্য চারা সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হেলিকপ্টারটি জঙ্গলে পরে থাকতে দেখেন। এরপর জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী ও রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর দল ঘটনাস্থলের দিকে রওনা হয়। উদ্ধার অভিযান চলছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এক্সে দেওয়া এক পোস্টে বলেন, রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল উদ্ধার কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

এর আগে ২ মে কেদারনাথ মন্দির খুলে দেওয়ার পর, এই নিয়ে ছয় সপ্তাহে পঞ্চম হেলিকপ্টার দুর্ঘটনা এটি।

এ ঘটনায় দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং নিহত বা আহতদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মহল। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কেন্দ্রীয় সরকারও।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com