বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাশার ও আব্দুল হক নামে দুজন নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য। ব্রাহ্মণবাড়িয়া সদর ও লাখাই থানায় বাশারের বিরুদ্ধে ৫টি ও আব্দুল হকের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।

আজ রোববার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জের লাখাই এলাকার বাশার ও আব্দুল হকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার জেলার সুতিয়ারা গ্রামে। ঘটনাস্থল থেকে পাইপগানসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় এএসপি সার্কেল মনিরুজ্জামান ফকির, সরাইল থানার ওসি মফিজ উদ্দিন ভুইয়াসহ ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সরাইল থানার ওসি মো. মফিজ উদ্দিন জানান, ডাকাতি ঘটনায় আটকের পর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ওই দুজনকে নিয়ে শাহবাজপুর এলাকায় অভিযানে যায়। এসময় তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে, তবে সহযোগীদের গুলিতে ডাকাত বাশার ও আব্দুল হক গুরুতর আহত হয়।

পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক বাশার ও আব্দুলকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহত বাশারের বিরুদ্ধে ৫টি ও আব্দুল হকের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com