বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৯:২০ অপরাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার চারগাছ-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কের রাইতলা বাংতি এলাকায় এ ঘটনা ঘটে।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, ভোরে ৭-৮ জনের একদল ডাকাত রাইতলা বাংতি এলাকার সড়কে একটি অটোরিকশাকে থামিয়ে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় অটোযাত্রীদের চিৎকারে স্থানীয়রা এসে ডাকাতদের ধাওয়া করে একজনকে ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। এর পর পুলিশে খবর দেন স্থানীয়রা।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।