শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন

ব্রাজিলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৩

ব্রাজিলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক:: ব্রাজিলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার আলাগোয়াস রাজ্যের ইউনিয়াও দোস পালমারেস শহরের কাছে দুর্গম একটি পার্বত্য সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজ্য সরকারের বরাতে এ খবর জানিয়েছে এএফপি। বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, পার্বত্য সড়ক থেকে বাসটি খাদে পড়লে ঘটনাস্থলেই ২২ জনের মৃত্যু হয়। এ ছাড়া আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান অন্তঃসত্ত্বা এক নারী।

রাজ্য সরকার জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ২০ মিটারের বেশি (৬৫ ফুট) গভীর খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে তৎপর রয়েছেন পুলিশ ও উদ্ধারকর্মীরা। নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ চলছে।

এদিকে হতাহতের ঘটনার পর তিন দিনের শোক ঘোষণা করেছেন আলাগোয়াস রাজ্যের গভর্নর পাউলো দান্তাস।

এ ছাড়া দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা। তিনি জানান, হতাহতদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা ও সেবা দেবে কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com