সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:: ১৮ জানুয়ারী বৃহস্পতিবার বাদ যোহর সেতাবগঞ্জ কেন্দ্রেীয় ঈদগাহ মাঠে বোচাগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব হোসেন মোল্লার বড় ভাই আব্দুল মান্নান মোল্লার (৬৫) এর জানাজা শেষে তাকে মেলাগাছি গোরস্থানে দাফন করা হয়েছে। গত ১৭ জানুয়ারী বুধবার রাত আনুমানিক ৮টার সময় আব্দুল মান্নান মোল্লা তার থানা রোডের নিজ বাস ভবনে অসুস্থ্য জনিত কারণে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বোচাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সহ জাতীয় পার্টির সকল পর্যায়ের নেতাকর্মী গভীর শোক প্রকাশ করে শোকাহতপরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।