বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন

বোচাগঞ্জে বিএনপির নেতাকর্মীর উপর পুলিশের লাঠিচার্জ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃঃ
বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলমের বাসায় ৫ ফেব্রুয়ারী সোমবার বিএনপির নেতাকর্মীরা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির উপর আলোচনা সভা করার সময় বোচাগঞ্জ থানা পুলিশ নেতাকর্মীদের উপর লাঠি চার্জ করে ১৫টি মটর সাইকেল আটক করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার সন্ধার পূর্বে সেতাবগঞ্জ পৌর এলাকার আজিমাবাদ মহল্লায় বিএনপি নেতা সফিকুল আলমের বাড়ীতে এঘটনা ঘটে। পুলিশ কাউকে গ্রেফতার না করলেও প্রায় ২০জন নেতাকর্মীকে লাঠিপেটা করে আহত করেছে। আহতদের মধ্যে মাসুম, রহিম, নবাব, জামাল, অনিক, আনিসুর, শামীম, বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছে। এসময় বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, সাধারণ সম্পাদক সফিকুল আলম, সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ নওসাদ আলী, সাধারণ সম্পাদক সুয়েল রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার মুক্তি সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম এ প্রতিনিধিকে জানান, দেশে আজ গনতন্ত্র অবরুদ্ধ, সাংবিধানিক অধিকার পদদলিত, বর্তমান সরকার সারা জীবন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রাখতে চায় কিন্তু দেশ প্রেমিক জনগন তাদের এ আসা কখনও পুরণ হতে দেবে না। তিনি এই পুলিশি হামলার তীব্র নিন্দা জানান। এ বিষয়ে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রউফ এর সাথে কথা হলে তিনি বলেন, প্রশাসনকে না জানিয়ে বিএনপির নেতাকর্মীরা গোপনে ঐ নেতার বাড়িতে দলবদ্ধ হয়ে আইন শৃংখলার অবনতি ঘটাতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। আটককৃত মটর সাইকেলের বিষয়ে তিনি বলেন, আপাতত গাড়ির মালিকানা যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com