সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ বোচাগঞ্জ উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নের মুরাড়ীপুর হতে খতিবউদ্দীন নামের এক বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।
থানা সুত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফয়জুল হকের বাড়ীর পাশের পুকুরে এক শিশু ভাসমান অবস্থায় এক বৃদ্ধার লাশ দেখতে পায়। লাশের বিষয়টি এলাকাবাসী থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে য়ায়। লাশের প্যান্টের পকেটে মোবাইল নাম্বার ও ঠাকুরগাও সদরে অবস্থিত সুশ্রী নার্সিং হোমের ভিজিটিং কার্ড পাওয়া য়ায়। ঐ মোবাইল নাম্বারে কথা বলে মৃত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়। মৃত ব্যক্তি সুশ্রী নার্সিং হোমে সিকিউরিটি কার্ড হিসেবে কর্মরত ছিল। নিয়োগ পত্রে তার নাম খতিবউদ্দীন পিতা তোলা, নিশ্চিতপুর ডাক-কহরপুর ঠাকুরগাও বলে ঐ নার্সিং হোমের ম্যানেজার জিলানী এ প্রতিনিধিকে জানান। লাশের বুকে, গালে ও গলায় রক্তাক্ত মারাত্বক জখম পাওয়া গেছে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদেন্তর জন্য দিনাজপুর মর্মে প্রেরণ করেছে।
এ বিষয়ে বোচাগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে খতিবউদ্দীনকে হত্যার পর লাশ ঐ পুকুরে ফেলে গেছে।