শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:১৭ পূর্বাহ্ন

বোচাগঞ্জে এসএসসি পরীক্ষা দিতে এসে মা হলেন শীলা আক্তার

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃঃ
বোচাগঞ্জে জেবি স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শীলা আক্তার ১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ১ম দিনে পরীক্ষা দিতে এসে মা হয়েছেন ।  সুত্রে জানাগেছে, বোচাগঞ্জ উপজেলার চেংগন গ্রামের নজিমউদ্দীন বছর খানিক আগে কাহারোল উপজেলার উচিৎপুর গ্রামের মোঃ মামুন এর সাথে তার স্কুল পড়–য়া কন্যা শীলা আক্তারকে বিয়েদেন। বৃহস্পতিবার সকালে গর্ভাবস্থায় শীলা আক্তার সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে পরীক্ষার মাঝামাঝি সময়ে তার প্রসব বেদনা উঠলে তাকে দ্রুত বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে সে একটি ফুটফুটে সুস্থ্য পুত্র সন্তানের জন্ম দেয়। শীলা আক্তারের পরীক্ষার রোল নং- ৬৬৮১৫৮। কেন্দ্র সচিব মোঃ আমিনুল ইসলাম জানান, পরীক্ষার শুরুর কিছুক্ষন পরই ঐ ছাত্রীর প্রসব বেদনার কথা জানতে পেরে আমরা তাকে সুচিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে প্রেরন করি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution