সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৩১ অপরাহ্ন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ঘোষণা

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে এমপিওভূক্তকরণসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি আজ মঙ্গলবার থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সারাদেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জনসহ পুরো মার্চ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অষ্টমদিনের মতো আমরণ অনশন করেছেন তারা। এই কর্মসূচির পাশেই জাতীয়করণের দাবিতে গতকাল প্রতীকী অনশন করেছেন তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।

লিয়াজোঁ ফোরামে দাবি, আমরণ অনশন কর্মসূচিতে গতকাল চারজন শিক্ষক অসুস্থ হয়েছেন। প্রাথমিক ও হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে তারা কিছুটা সুস্থ হলে আবার অনশনে যোগ দেন। এ নিয়ে গত সাত দিনে একশ শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়েছেন।

আন্দোলনকারী শিক্ষকরা বলেন, দেশের ৯৭ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে। তারা সেসব প্রতিষ্ঠান চালালেও নামেমাত্র বেতন-ভাতা পাচ্ছেন। তা দিয়েই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অথচ তিন শতাংশ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উচ্চমানের বেতন-ভাতা পাচ্ছেন। এ কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। এ দাবিতে আমরা রাজপথে নেমেছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution