শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিন ছাত্রীকে ইভটিজিং এবং এক ছাত্রকে শারীরিক নির্যাতন করার ঘটনায় তিন শিক্ষককে তলব করেছেন হাইকোর্ট। বুয়েটের তিন শিক্ষক হলেন- ড. রৌশন মমতাজ, মো. মকসুদ হেলালী, মো. কামরুল আহসান। এই তিন শিক্ষককে আগামী ২৪ জানুয়ারি আদালতে হাজির হয়ে ওই ঘটনায় তৈরি করা প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।
বৃহস্পতিবার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দিয়েছেন।
রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাব হোসেন বিষয়টি জানিয়েছেন।