মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
এন.আই.মিলন, বীরগঞ্জ প্রতিনিধি::
বীরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের রাষ্ট্রিয় কষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে কর্মবিরতী পালন করেছে। বীরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অফিসের গেট লাগিয়ে দিয়ে রাষ্ট্রিয় কষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে কর্মবিরতী পালন করে। পৌর সচিব আব্দুল হানিফ সরদারের নেতৃত্বে ১৫ জানুয়ারী সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণ দিবস কর্ম বিরতী পালন করেছে।
পৌর সচিব আব্দুল হানিফ সরদার জানান, কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় বীরগঞ্জে এই কর্মসুচী পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবেই।