সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

বীরগঞ্জে নিরাপদ খাদ্য দিবসে র‌্যালী ও আলোচনা সভা

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃঃ
দিনাজপুরের বীরগঞ্জে ২ ফেব্রুয়ারী শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে নিরাপদ খাদ্য দিবস ২০১৮ উদযাপন।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান, সাবেক এমপি মোঃ আমিনুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার সময়ে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে ১০০ ভাগ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারই সুযোগ্য সন্তান সজিব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি আবারো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ জহিরুল হক, বীরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম, কবিরাজহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ হাসনাত জামাল ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপ খাদ্য পরিদর্শক মোঃ রুবেল আলম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com