শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃঃ
দিনাজপুরের বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নের চেয়ারম্যান পান্নার মা জাহানারা বেগমের ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ করেছে। বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান পান্নার মাতা ও মোঃ ইসাহাক আলীর স্ত্রী জাহানারা বেগম (৭০) ২৯ জানুয়ারি সোমবার সকাল ১০ টায় বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন, বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি’র সভাপতি হাসান মোঃ নিজামুদ্দৌলা মতি, সাধারন সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নাজমুল ইসলাম (মিলন), মরিচা ইউনিয়নের চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান জুয়েলুর রহমান, শতগ্রাম ইউপি চেয়ারম্যান কে.এম কুতুব উদ্দিন, পাল্টাপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রোস্তম আলী, নিজপাড়া ইউপি চেয়ারম্যান এম.এ খালেক সরকার, সাতোর ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শেখ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।