শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন

বিশ্বরেকর্ড গড়লেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক:: বিশ্বরেকর্ডটি হাতছানি দিয়ে ডাকছিল তামিম ইকবালকে। অবশেষে তা ধরে ফেললেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে ৪৩ রান করে একই ভেন্যুতে সবচেয়ে বেশি রানের কীর্তি গড়লেন এ ড্যাশিং ওপেনার।

একই ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার বিশ্বরেকর্ডটি এতদিন দখলে ছিল শ্রীলংকার সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়ার। প্রিয় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ম্যাচে ৭০ ইনিংসে ২ হাজার ৫১৪ রান করেন মাতার হারিকেনখ্যাত এ বাঁহাতি ব্যাটসম্যান।

রকেট ত্রিদেশীয় সিরিজের আগে এ তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল হক। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৫৯ ম্যাচে ৫৯ ইনিংসে ২ হাজার ৪৬৪ রান করেন তিনি।

তবে ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে ১৬৮ রান করে ইনজিকে টপকে যান তামিম। এবার টপকে গেলেন জয়াসুরিয়াকে।

এ মুহূর্তে ৪৯ রান নিয়ে ক্রিজে রয়েছেন তামিম। এদিন আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ। ৬৬ রান করলেই প্রথম বাংলাদেশি হিসেবে তিনি ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ করবেন।

চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৮৪* ও শ্রীলংকার বিপক্ষে ৮৪ রানের দুটি ইনিংস খেলেন ফর্মের তুঙ্গে থাকা তামিম। এ সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com