মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে, ঢাকেশ্বরী মন্দিরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন আসাদুজ্জামান খাঁন কামাল।

আগামী ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে। এই মামলার প্রধান আসামি খালেদা জিয়া। এছাড়া তারেক রহমানও এই মামলার আসামি। খালেদা জিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করেছে রাষ্ট্রপক্ষ।

১০ বছর ধরে বিচারকাজ চলা দেশের আলোচিত মামলায় দু’পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এই দিন ঠিক করা হয়। পুরান ঢাকার বকশি বাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এই আদেশ দেন। এসময় খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন। সূত্র: ডিবিসি টিভি নিউজ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com