শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন
মতিউর রহমান, দিনাজপুর প্রতিনিধিঃঃ
জনগণ তথা বিরলের নতুন পৌরসভার উন্নয়নের অঙ্গীকার নিয়ে আপনারা নির্বাচিত হয়েছেন। এ অঙ্গীকার কাজের মাধ্যমেই বাস্তবায়ন করবেন। বিরল উপজেলার নতুন বিরল পৌরসভার সামগ্রিক উন্নয়নের দ্বায়িত্ব আপনাদের হাতেই। আপনার নতুন মেয়র এবং কাউন্সিলরা টিম ওয়ার্কের মাধম্যে এ পৌরসভার সকল কাজ মিলে মিশে করবেন।
দিনাজপুরের বিরল পৌরসভার নব-নির্বাচিত মেয়র-কাউন্সিলারদের শপথ অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন- রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমদ।
১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিরল পৌরসভার প্রথমবারের মত নির্বাচিত মেয়র ও কাউন্সিলবৃন্দের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বিরল পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৯ জন্য সাধারণ কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমদ।
এ সময় স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এর আগে স্থানীয় সরকার বিভাগ রংপুরের সহকারী কমিশনার মোঃ রাফিউল আলম মেয়র ও কাউন্সিলরবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে ১নং ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্র কান্ত রায় চন্ডি, ২নং ওয়াডের্র মোবারক আলী, ৩নং ওয়ার্ডের নুর ইসলাম বাবু, ৪ নং ওয়ার্ডের হাফিজুর রহমান, ৫নং ওয়ার্ডের আলহাজ্ব মোঃ শমশের আলী, ৬নং ওয়ার্ডের আইনুল ইসলাম, ৭নং ওয়ার্ডের শমশের আলী, ৮ নং ওয়ার্ডের গোলাম রব্বানী ও ৯নং ওয়ার্ডে আরিফুর রহমান এবং ১নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর সেলিনা আক্তার, ২নং ওয়ার্ডের আফরোজা বেগম ও ৩নং ওয়ার্ডের নাসরিন আক্তার শপথ গ্রহণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে বিরল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মোফাচ্ছেল হক ছেলু, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক ইদ্রিস আলী, যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব রকিবুল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিকুল ইসলাম, যুবলীগের সভাপতি আব্দুল মালেক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন কুমার রায়, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার সুধীগণ উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠান শেষে বিরল পৌর শহরের প্রবেশ করেই নব-নির্বাচিত মেয়র বিরল মুক্তিযোদ্ধা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৃষ্পার্ঘ অপর্ণ করে ১ মিনিট নীরবতা পালন করেন। এসময় বিরল উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।