মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন
মতিউর রহমান, দিনাজপুর প্রতিনিধিঃঃ
দিনাজপুরের বিরল উপজেলার হালজায় উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ, অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কপেল চন্দ্র সরকার। প্রধান অতিথির বক্তব্য দেন বিরল পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর।
৩০ জানুয়ারি দুপুরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও হালজায় উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রমা কান্ত রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভান্ডারা ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ, রাণীপুকুর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আজম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল্লামা আজাদ ইকবাল লাবু, রাণীপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মান্নান, ভান্ডারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ক্ষিতিশ চন্দ্র সরকার, প্রধান শিক্ষক মলেশ চন্দ্র সরকার, সহকারি শিক্ষক প্রমেশ চন্দ্র সরকার প্রমুখ।