সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর থেকে সোমবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার মান্দাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে২২১ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করেছে পুলিশ।  আটক ব্যক্তির নাম আবু সাঈদ, সে যশোরের চৌগাছা উপজেলার বাজে খড়িঞ্চা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, সোমবার রাতে উপজেলার মান্দারবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দিয়ে একটা নীল রঙের পিকআপ বেপরোয়া গতিতে যাচ্ছিল। সেসময় পাশের চেক পোস্টের দায়িত্বরত পুলিশ সদস্যরা থামতে বললে পিকআপটি আরও দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ পিছু নিয়ে পিকআপ ভ্যানের গতিরোধ করে। ওই সময় তল্লাশি চালিয়ে পিকআপের ভেতর থেকে ২২১ বোতল ফেনসিডিলসহ পিকআপটি জব্দ করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com