বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন

সাংবাদিকের বিরুদ্ধে ৩২ ধারায় মামলা হলে আদালতে দাঁড়াবো’

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: সাংবাদিকতা সুরক্ষার প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইনে উপধারা যুক্ত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ মঙ্গলবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ‘ল রিপোর্টার্স’ ফোরাম (এলআরএফ) আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। আনিসুল হক দাবি করেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা সাংবাদিকদের লক্ষ্য করে করা হয়নি। তাহলে কেন আপনারা এটাকে নিজেদের ঘাড়ে নিচ্ছেন?

তিনি বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে ৩২ ধারার অধীনে মামলা হলে বিনা ফি-তে তার পক্ষে আমি আদালতে (মামলা পরিচালনা করতে) দাঁড়াবো। ডিজিটাল ডিভাইস ব্যবহার করে যদি গুপ্তচরবৃত্তি হয় সেক্ষেত্রেই এই ধারা প্রযোজ্য। যেমন, রিজার্ভ ব্যাংকের টাকা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে লুট করা হয়েছে। এক্ষেত্রে কি আমরা ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করবো না? এসব ক্ষেত্রে বিচারের জন্যই তো এই ধারা রাখা হয়েছে।’

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের সব অপরাধ দণ্ডবিধি আইনে রয়েছে। তবে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অপরাধগুলো হলে তার বিচারের সুযোগ দণ্ডবিধিতে ছিল না। এখন ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সেসব অপরাধের বিচার হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com