বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন

বিএনপি নাশকতার বিরুদ্ধে জনতাকে প্রতিরোধ গড়ে তুলতে ১৪দলের আহবান

খুলনা ব্যুরো : ১৪ দল খুলনার নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন বিএনপি প্রধান খালেদার দুর্নীতির মামলার রায় নিয়ে বিএনপি কোন ধরনের নাসকতার চেষ্টা করলে ১৪ দল জনতাকে নিয়ে তার সমুচিত জবাব দেবে। বিবৃতিতে বলেন আইন তার নিজেষ¦ ধারায় চলবে ,দল বা কারো মূখ দেকে আইন চলবেনা। বিবৃতি প্রদানকারীগন : বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় নেত্রী,সাবেক মন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি,জেলা আওয়ামীলীগ এর সভাপতি,জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ,মহানগর আওয়ামীলীগ এর সভাপতি সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এমপি,জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক সাবেক হুইপ মোস্তফা রশিদী সুজা এমপি,১৪ দল খুলনার সমন্বয়কারী,খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য,খূলনা মহানগর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক জননেতা আলহাজ্ব মিজানুর রহমান, জাতীয় পার্টি (জেপি)কেন্দ্রিয় ভাইচ চেয়ারমেন শরীফ শফিকুল হামিদ চন্দন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, খালিদ হোসেন, খুলনা জেলা জাসদের সভাপতি মেখ গোলাম মোর্তুজা,খুলনা জেলা জাসদের সাধরণ সম্পাদক,স,ম,রেজাইল করিম, বাজাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, রফিকুর হক খোকন, ন্যাপ খুলনা জেলার সভাপতি এ্যাড.ফজলুর রহমান,সাম্যবাদী দলের কেন্দ্রয়ি নেতা এফএম ইকবাল, জেপি নেতা অধ্যক্ষ ডাঃ এম,এন,আলম সিদ্দিকী, ওর্য়াকার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য , দেলোয়ার উদ্দিন দিলু ,ওর্য়াকার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য মফিদুল ইসলাম, ন্যাপ নেতা তপন রায়,গণতান্ত্রিক পার্টির নেতা সোলেমান হাওলাদার, জাকের পার্টির জেলার সাধারন সম্পাদক গোলাম নবী মাসুম, প্রমুখ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com