মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন

বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না: সিইসি

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হয় কি করে? এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি- বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। অবশ্যই বিএনপি রাজনৈতিক অঙ্গণে গুরুকত্বপূর্ণ অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশা করি সবাই নির্বাচনে আসবে। নির্বাচনী পরিবেশ ভালো হবে। নির্বাচনে সব দলই একই সুযোগ পাবে।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদের কাছ থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. আবদুল হামিদ। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।

সূত্র: বাংলা ট্রিবিউন, পরিবর্তন

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com