শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন

বিএনপির নির্বাহী কমিটির সভা ৩ ফেব্রুয়ারি: রিজভী

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা ৩ ফেব্রুয়ারি শনিবার ঢাকায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ রোববার রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে রিজভী একথা জানান।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণাকে সামনে রেখে এই বৈঠক আহ্বান করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জোটের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে এ বৈঠক শুরু হয়। এতে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু উপস্থিত ছিলেন।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিষয়ে সিইসির সঙ্গে কথা বলতেই এই প্রতিনিধি দল ইসিতে যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com