সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

বিএনপির নির্বাহী কমিটির বৈঠক লা মেরিডিয়ানে

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপির নির্বাহী কমিটির বৈঠকের স্থান পরিবর্তন করা হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি এ বৈঠক অনুষ্ঠিত হবে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে। এর আগে বসুন্ধরা সিটি কনভেনশনের রাজদর্শন হলে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

অাজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘কনভেনশন কর্তৃপক্ষ আমাদের বুকিং বাতিল করেছে। আমরা খবর নিয়েছি যেখানে নির্বাহী কমিটির সভা হয় সেসব স্থানের কোথাও আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি। বাধ্য হয়ে লা মেরিডিয়ানে বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। লা মেরিডিয়ান কর্তৃপক্ষ আমাদের অনুমতি দিয়েছে। যথানিয়মে সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কিছুক্ষণ আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বৈঠকের স্থান লা মেরিডিয়ান নিশ্চিত হওয়া গেছে। আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে নির্বাহী কমিটির সভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন, আতাউর রহমান ঢালী, ডা. আবদুল কুদ্দুছ, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, আসাদুল করিম শাহীন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com