মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন

বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: ডিএমপি কমিশনারের নির্দেশনার পর থেকে আদালতে মামলা সংশ্লিষ্ট ছাড়া বিএনপিপন্থী কোনো আইনজীবীকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এতে ক্ষোভ প্রকাশ করছে তারা। এক পর্যায়ে সকাল সোয়া ১০টার দিকে বিএনপিপন্থী আইনজীবীরা জোর করে আদালতে ঢুকতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। ১০ মিনিট ধস্তাধস্তির পর বিএনপিপন্থীরা পিছু হটে।

এর আগে সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া মামলার সংশ্লিষ্ট উকিল ছাড়া অন্য কাউকে আদালতে প্রবেশ করতে না দেয়ার নির্দেশ দিয়েছেন। বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালত ও আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের সময় ডিএমপির লালবাগ বিভাগের ডিসি মোহাম্মাদ ইব্রাহিম খানকে এ নির্দেশনা দেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, মামলার সংশ্লিষ্ট উকিল ছাড়া অন্য কেউ গাউন পরে আসলেও তাদের আদালতে প্রবেশ করতে দেয়া হবে না।

এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, একটি রায়কে কেন্দ্র করে জনমনে কিছু উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে নগরবাসীকে আশ্বস্ত করে বলতে চাই- আতঙ্কগ্রস্ত হবার কোনো কারণ নেই। বাংলাদেশ পুলিশ জনগণের জান-মালের নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠরভাবে দমন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com