মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

বান্দরবানে সাচিংপ্রু জেরী ও জাবেদ রেজাকে স্বাগত জানিয়ে বিএনপির আনন্দ মিছিল

বান্দরবানে সাচিংপ্রু জেরী ও জাবেদ রেজাকে স্বাগত জানিয়ে বিএনপির আনন্দ মিছিল

বশির আহমেদ, বান্দরবান জেলার প্রতিনিধি:: বান্দরবান পার্বত্য জেলায় নবগঠিত বিএনপির কমিটিতে সাচিং প্রু জেরীকে আহ্বায়ক ও জাবেদ রেজাকে সদস্য সচিব নির্বাচিত করায় আনন্দ মিছিল করেছেন সদর উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার (৯ ফেব্রুয়ারী) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এই আনন্দ মিছিল করা হয়।

মিছিল শেষে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, পৌর বিএনপির আহবায়ক নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জামান। বান্দরবান জেলায় নবগঠিত বিএনপির আহবায়ক কমিটি ঘোষণার পর বান্দরবানে ৭ উপজেলায় এই আনন্দ মিছিল করছে বিএনপির নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির কথা জানানো হয়। এতে সাচিংপ্রু জেরীকে আহবায়ক ও জাবেদ রেজা’কে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের কথা জানানো হয়।

বান্দরবানে দীর্ঘ সাত বছর পর বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্তৃক বান্দরবানে নবগঠিত কমিটি ঘোষণার পর জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আনন্দ মেতে ওঠে। দলকে চাঙ্গা করতে সকলে একসাথে কাজ করার সুযোগ তৈরি হবে বলে নেতাকর্মীদের মধ্যে অনেকেই আনন্দ মিছিলে আশাবাদ ব্যক্ত করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com