শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন
বান্দরবন প্রতিনিধিঃঃ বান্দরবানে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন উপজেলা থেকে বিএনপি’র ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রোববার রাতে সদর,লামা ও আলিকদম উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন-বান্দরবান পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন,ও নজির আহাম্মদ (ড্রাইভার) আলীকদম উপজেলা বিএনপির আহবায়ক মাশুক আহমেদ, লামা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফখরুজ্জামান, লামা পৌর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফরহাদুল ইসলাম ও মাতামুহুরী ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন বুলবুল। বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা অভিযোগ করে বলেন, আগামী ৮ ফের্রুয়ারী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার “জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার” রায় ঘোষণাকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের মধ্যে ভীতির সঞ্চার করতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তিনি অবিলম্বে নেতাকর্মীদের মুক্তি দেয়ার দাবী জানান।
আটকের বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামারুজ্জান বলেন বিভিন্ন মামলায় বিএনপির ৬ নেতাকর্মীকে বিভিন্ন উপজেলা থেকে আটক করা হয়েছে।