সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন

বান্দরবানে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

বান্দরবানে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

বশির আহমেদ, বান্দরবান জেলার প্রতিনিধি:: “তারুণ্যের অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার” এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে বান্দরবানে উদযাপিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে বান্দরবান পৌরসভার সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে পৌরসভার হলরুমে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বান্দরবান পৌরসভার প্রশাসক এস,এম,মনজুরুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি। এসময় এনডিসি আসিফ রায়হান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাসাউরসহ জেলা প্রশাসন, পৌরসভা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পৌরসভার কাউন্সিলর, সুশীল সমাজের প্রতিনিধিরাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদ্যাপন করার পাশাপাশি সাধারণ জনগণকে সরকারি সেবা দ্রুত সময়ে প্রদান করা এবং দেশের উন্নয়নের জন্য নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের প্রতি গুরুত্বারোপ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com