বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন
বান্দরবান প্রতিনিধি::
বান্দরবান জেলা বিএনপি ও আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ বান্দরবান জেলা শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকো’র ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা বিএনপির কার্যালয়ে বান্দরবান পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ রাজপুত্র সাচিং পরুজেরী।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন,বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রশিদ,কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা মহিলা দলের আহবায়িকা কাজী নিরুতাজ বেগম, জেলা মৎস্যজিবী দলের সভাপতি আবুল হাসেম, জেলা তাতি দলের সাধারন সম্পাদক সাগ্যচিং মার্মা, জেলা শ্রমীকদলের সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক দৌলতুল কবির খান সিদ্দিকী, পৌর বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি ফেরদৌস হাযদার রুশো, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, পৌর ছাত্রদল সভাপতি আলাউদ্দীন আলো আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ বান্দরবান জেলা সাধারন সম্পাদক হেলাল উদ্দিন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা মরহুম আরফাত রহমান কোকো’র ক্রীড়া ও সমাজ সেবা মূলক কর্মকান্ডের নানানদিক তুলে ধরেন। সভা শেষে মরহুম কোকো, জিয়া পরিবার সহ বিএনপি’র সকল নির্যাতিত নেতাকর্মী এবং দেশের সকল জনগণের শান্তির জন্য দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন মাওলানা আলি আকবর।