শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত চার তামাক চাষিকে এক সপ্তাহ পর উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে আট অপহরণকারীকে আটক করেছে যৌথ বাহিনী।
শুক্রবার গভীর রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের চাকপাড়া পাহাড়ের অরণ্য থেকে তাদের উদ্ধার করা হয়।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুছা সাংবাদিকদের জানান, পুলিশ, বিজিবি যৌথ বাহিনীর জোরালো অভিযানে অপহরণের ৭ দিন পর বাইশারী ইউনিয়নের চাকপাড়া পাহাড়ের অরণ্য থেকে অপহৃতদের উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি উপজেলার দোছড়ি-বাইশারী ইউনিয়নের মধ্যবর্তী লেদুখাল এলাকার একটি খামার বাড়ি থেকে অস্ত্রের মুখে চার তামাকচাষিকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। অপহরণের পর মুক্তিপণ বাবদ আট লাখ টাকা দাবি করা হয়।