বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

বাঘা পৌরসভার নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহন

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃঃ
রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ নিয়েছেন জেলার বাঘা পৌরসভার নব নির্বাচিত মেয়র, সংরক্ষিত আসনের ৩জন কাউন্সিলর (নারি) ও ৯জন সাধারন কাউন্সিলর। ৩০ জানয়ারী মঙ্গলবার সকালে বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান তাদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত,বাঘা উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য,গত বছরের ২৮ ডিসেম্বর পৌরসভার নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন বিএনপি দলের আবদুর রাজ্জাক। সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন মর্জিনা খাতুন, রঞ্জনা বেগম ও মনোয়ারা বেগম । সাধারণ কাউন্সিলর পদে- আবদুস সালাম, আলতাব হোসেন, সাইফুল ইসলাম, আসলাম হোসেন, শাহিনুর রহমান, আলাউদ্দীন, মমিনুল ইসলাম, আকরাম হোসেন ও মোশারফ হোসেন।
একই অনুষ্ঠানে শপথ গ্রহণ করেছেন বগুড়ার শেরপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com