বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি::
বাঘায় পৃথক অভিযানে ইয়াবা ও বাংলামদ উদ্ধারসহ এগারোজনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার নওটিকা গ্রামের মুন্নাফ ডাকাত, আড়ানি সুইপার কলোনীর নির্মল ভইমালি, শ্রীমতি বুলু রানি, শ্রীমতি পুষ্প রানি, আড়ানি নুরনগর গ্রামের সুমন সরকার, হরিরামপুর এলাকার জিল্লুর রহমান, নারায়নপুর এলাকার সোহাগ পারভেজ, চক ছাতারি গ্রামের হোসেন আলী, চারঘাট উপজেলার বাসুদেবপুর এলাকার জিয়াউল হক, হকমান আলী ও নাটোরের লালপুর উপজেলার হাশবাড়িয়া গ্রামের রেজাউল করিম । ৩১ জানুয়ারী বুধবার ও আগের দিন রাতে তাদের গ্রেফতার করা হয় এবং তিন’শ ৩০পিচ ইয়াবা ও ৫লিটার বাংলামদ উদ্ধার করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ রেজাউল হাসান রেজা জানান, আড়ানি সুইপার কলোনীর তিনজনকে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানায়, অন্যদের ইয়াবা,বাংলামদ বিক্রি ও সেবনসহ অপরাধ কর্মকান্ড পরিচালনার অভিযোগে মুন্নাফ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে র্যাব ও পুলিশের পক্ষ থেকে পৃথক পৃথক মামলা দায়ের করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।