সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন

বাগদাদে জোড়া আত্মঘাতী হামলায় নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক:: ইরাকের রাজধানী বাগদাদে জোড়া আত্মঘাতী হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে দিয়ে এমন তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

রবিবার সকালে আল-তায়ারান শহরে এই হামলা চালানো হয়। সেখানে অনেক কর্মী কাজ করেন। এরপরই সেখানে আরেকটি আত্মঘাতী হামলা চালানো হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এই হামলায় অনেকে আহত হয়েছেন। ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে শনিবার পুলিশ চেকপয়েন্টে একটি আত্মঘাতী হামলায় পাঁচজন নিহত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com