শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০১৭ সালের এই পুরস্কার পেয়েছেন ১২ জন।
আজ শনিবার বিকেলে ১০টি বিভাগে পুরস্কারপ্রাপ্ত ১২ জনের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ, গবেষণা, অনুবাদ, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী, নাটক, বিজ্ঞান/প্রযুক্তি/পরিবেশ, শিশুসাহিত্য- এই ১০টি শাখায় পুরস্কার ঘোষণা করা হয়েছে।
সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখায় বাংলা একাডেমি প্রত্যেক বছর এ পুরস্কার দিয়ে থাকে।
২০১৭ সালের পুরস্কারপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ সাদিক ও মারুফুল ইসলাম (কবিতা), মামুন হুসাইন (কথাসাহিত্য), মাহবুবুল হক (প্রবন্ধ), রফিকউল্লাহ খান (গবেষণা), আমিনুল ইসলাম ভুইয়া (অনুবাদ সাহিত্য), কামরুল হাসান ভূঁইয়া ও সুরমা জাহিদ (মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য), শাকুর মজিদ (আত্মজীবনী/স্মৃতিকথা), মলয় ভৌমিক (নাটক), মোশতাক আহমেদ (বৈজ্ঞানিক কল্পকাহিনী) এবং ঝর্ণা দাশ পুরকায়স্থ (শিশুসাহিত্য)।
আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার বিতরণ করবেন।
সংবাদ সম্মেলনে শামসুজ্জামান খান জানান, গতকাল শুক্রবার কবি আসাদ চৌধুরীসহ বাংলা একাডেমির অন্য ফেলোদের নিয়ে এক সভায় সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়।