বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন

বাংলাদেশ আজ খেলাধুলার মাধ্যমে সারাবিশ্বে পরিচয় লাভ করেছে-অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি

নবাবগঞ্জ-দোহার প্রতিনিধিঃঃ
বাংলাদেশ আজ খেলাধুলার মাধ্যমে সারাবিশ্বে পরিচয় লাভ করেছে। লেখাপড়ার পাশাপাশি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা ও খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিতে হবে। সন্ত্রাস,মাদকমুক্ত নিরাপদ দেশ গঠনে ছাত্র সমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে এজন্য অভিভাবকদেরও সচেতন হওয়া জরুরী। ২৭ জানুয়ারী শনিবার বেলা ১১ টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা হাই স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা , চাঁরতলা কলেজ একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং ঢাকা -১ আসনের সাংসদ অ্যাডভোকেট সালমা ইসলাম এসব কথা বলেন। একই দিন তিনি আওনা এম মহীয়্যুদ্দীন ভুঞা উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও নবাবগঞ্জ উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোতে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। সাবেক প্রতিমন্ত্রী আরো বলেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাংসদ সালমা ইসলাম বলেন, তোমরা চলেছো উজ্জল সূর্যের অনুভবে। আগামী দিনে তোমরাই এদেশ গড়ে তুলবে, তাই এখন থেকে তোমাদের দেশ ও জনগণের কল্যানে কাজ করার জন্য তৈরী হতে হবে। লেখাপড়ার পাশাপাশি তোমাদের রয়েছে আরো অনেক দায়িত্ব ও কাজ। গ্রামের দরিদ্র , দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের সহযোগীতা করতে হবে। তবেই সমাজ ও দেশ এগিয়ে যাবে। তোমাদের শিক্ষা ও সার্বিক কর্মকান্ডের উপর আগামী দিনে গড়ে উঠবে আলোকিত নিরাপদ দোহার ও নবাবগঞ্জ অঞ্চল। প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী মো. সেলিম মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের দাতা সদস্য মাহবুবুর রহমান তারা মিয়া, জেলা পরিষদের প্রানেল চেয়ারম্যান মামুুনি ভূইয়া, জেলা জাতীয় পার্টির যুগ্ন সম্পাদক জুয়েল আহমেদ, এম মাহমুদুল হাসান ভূইয়া, সাংবাদিক লাবন্য ভূইয়া, নজির আহমেদ, শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন, অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ প্রমূখ। শনিবার ঢাকার নবাবগঞ্জের শোল্লা হাই স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com