সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

বাংলাদেশকে মুক্ত করতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে—ডা: শফিকুর রহমান

বাংলাদেশকে মুক্ত করতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে---ডা: শফিকুর রহমান

মো: নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি:: জামায়াতে নেতা আজহারুল ইসলামকে মুক্তি দেয়া না হলে নিজেকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আর্জি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এ দাবী জানান তিনি।

তিনি বলেন, আজহারুল ইসলাম মুক্তির সাথে সাথে বাংলাদেশ পুরোপুরি মুক্তি পাবে না। তবে একজন মজলুম মুক্তি পাবে। বাংলাদেশকে মুক্ত করতে হলে এদেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। টানা সাড়ে ১৫ বছর আমাদের উপর জুলুম চলেছে, আমরা আন্দোলন করেছি ফ্যাসিবাদী সরকারকে সরানোর জন্য। আমরা তা রাজনীতিবিদরা পারিনি। কিন্তু সেই সমস্ত কষ্ট দুঃখ যাতনা, জুলুম একত্রিত হয়ে যে শক্তি তৈরি হয়েছিলো আমাদের ছাত্রদের নেতৃত্বে সেই শক্তিতে বাংলাদেশ মুক্ত হয়েছে।

তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, সমাজ গড়ার জন্য দায়িত্ব নিতে হলে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। যে সমাজের যুবকেরা এগিয়ে আসে বিপ্লবের জন্য সেই সমাজে আল্লাহর পক্ষ থেকে বিপ্লব সফল হয়। আমি যুবকদের থেকে দুইটি জিনিস চাই, একটি হচ্ছে গভীর দেশপ্রেম ও আরেকটি হচ্ছে আল্লাহর প্রতি ভয়। এই দুইটা জিনিস নিয়ে যদি যুবকেরা এগিয়ে আসে তারাই হবে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে হিমালয় পর্বত। এই পর্বত যারাই খসে দিতে আসবে, তারা মাথা চুরমার হয়ে যাবে।

জেলার নায়েবে আমির কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারি সেক্রেটারী জেনারেল এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ, জেলা আমির অধ্যক্ষ মুহা. আব্দুর রব হাশেমী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজহারুল ইসলাম, ভেদরগঞ্জ উপজেলার জামায়াত আমীর মনোয়ার হোসেন, ভেদরগঞ্জ উপজেলা জামায়াত সাবেক আমীর মাওলানা ওবায়দুল হক মাজেদি, ডামুড্যা উপজেলার জামায়াত আমীর আতিকুর রহমান কবির ইমরান আহমেদ প্রমুখ।

এছাড়াও জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান পথসভা শেষে জামায়াত নেতা শহীদ মাওলানা মো: বেলাল হোসাইন এর বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নেন এবং শহীদ বেলাল হোসাইনের কবর জিয়ারত করে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com