রবিবার, ১৫ Jun ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: লিভারপুলের হয়ে উড়তে থাকা মিসরীয়ান ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছে। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের মৌসুম সেরার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার জিতলেন ফুটবল দুনিয়ার অন্যতম সেরা এই ফরোয়ার্ড।
গত বৃহস্পতিবার মোহাম্মদ সালাহকে বিজয়ী হিসেবে ঘোষণা করে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ)।
লিভারপুলের হয়ে ২০২৪-২৫ মৌসুমটা দুর্দান্ত কেটেছে সালাহর। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩টি গোল করার পাশাপাশি নামের পাশে রয়েছে ২৩টি অ্যাসিস্টও। লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ের অন্যতম কারিগর ছিলেন এই তারকা ফুটবলার।
বর্ষসেরার খেতাব পেয়ে মোহাম্মদ সালাহ বলেন, বর্ষসেরার খেতাব পাওয়া আমার জন্য অনেক আনন্দের বিষষ। এটা আমার জন্য অবিশ্বাস্য। এই সম্মাননা আমাকে সামনের পথ চলতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সাংবাদিকদের কাছ থেকে এমন সম্মান পাওয়া আমার জন্য বিশেষ ঘটনা।
এর আগে ২০১৭-১৮ ও ২০২১-২২ মৌসুমেও এই পুরস্কার জিতেছিলেন সালাহ। এ নিয়ে তৃতীয়বারের মতো ইংল্যান্ডের ক্রীড়া সাংবাদিকদের ভোটে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড় হলেন তিনি।
এবারের বর্ষসেরার খেতাব পেয়ে রেকর্ড ছুঁয়েছেন মোহাম্মদ সালাহ। দ্বিতীয় ফুটবলার হিসেবে তৃতীয়বারের মতো এই পুস্কার জিতলেন তিনি। এর আগে তৃতীয়বার এই পুরস্কার জিতেছিলেন আর্সেনালের সাবেক ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি।
লিভারপুল ছাড়ার গুঞ্জন শোনা গেলেও আর্নে স্লটের দলে প্রতি ম্যাচেই শুরুর একাদশে থাকেন মিশরীয়ান তারকা মোহাম্মদ সালাহ। তবে সেই গুঞ্জনকে পেছনে ফেলে লিভারপুলের সাথে আরো দুই বছরের চুক্তিতে আবদ্ধ হন সালাহ। লিভারপুলের হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন এই তারকা ফুটবলার।