সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই

অনলাইন ডেস্ক:: রাজধানীর বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে তার বাসার সামনেই গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছ থেকে ২০০ ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়া হয় বলে দাবি করেছেন মো: আনোয়ার (৪৩) নামের ওই ভুক্তভোগী ব্যবসায়ী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ওই ব্যবসায়ীর দোকান বনশ্রী ডি ব্লকে। প্রতিদিন তিনি দোকান থেকে রাতে বাসায় ফেরেন। রোববার বাসায় যাওয়ার সময় তাকে তিনটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে। এ সময় তার কাছে থাকা স্বর্ণালংকার লুট করা হয়।

ওসি আরো বলেন, মো: আনোয়ারকে লক্ষ্য করে ছিনতাইকারীরা গুলি ছোড়ে এবং ছুরিকাঘাত করে। তার শরীরে গুলি ও কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক বা চিহ্নিত করা যায়নি। তবে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। ছিনতাইকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য কাজ করছে পুলিশ।

রামপুর থানা-পুলিশ সূত্র জানিয়েছে, ওই ব্যবসায়ী পুলিশের কাছে দাবি করেছেন, ছিনতাইকারীরা তার কাছ থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে।

অপরদিকে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত অবস্থায় মো: আনোয়ারকে রাত ১২টার দিকে সেখানে নেয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। তার শরীরে চারটি গুলি লেগেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com